thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ডিএসইএক্স সূচকে যুক্ত হচ্ছে নতুন ২৭ কোম্পানি

২০২২ জানুয়ারি ২১ ১৬:১১:৫৮
ডিএসইএক্স সূচকে যুক্ত হচ্ছে নতুন ২৭ কোম্পানি

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হালনাগাদ করা হয়েছে। এবার এ সূচকে যুক্ত হচ্ছে আরও ২৭টি নতুন কোম্পানি। রোববার (২৩ জানুয়ারি) থেকে ডিএসইএক্স সূচক গণনার ক্ষেত্রে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হবে।

এদিকে, ডিএসইএক্স সূচকটির পাশাপাশি বাজার মূলধনে শীর্ষ ডিএস৩০ সূচকও হালনাগাদ করা হচ্ছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বর্তমানে ডিএসইএক্স সূচক গণনায় ৩১১টি কোম্পানির লেনদেনের তথ্য বিবেচনায় নেওয়া হচ্ছে। রোববার থেকে এ সূচক গণনায় ৩৩৮টি কোম্পানির লেনদেনের তথ্য বিবেচনায় নেওয়া হবে।

যে ২৭ কোম্পানি ডিএসইএক্স সূচকে যুক্ত হচ্ছে, সেগুলো হলো—সোনালী লাইফ ইনস্যুরেন্স, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, হা-ওয়েল টেক্সটাইল, মেঘনা সিমেন্ট, মুন্নু ফেব্রিক্স, রহিমা ফুড, প্রিমিয়ার সিমেন্ট, অ্যাপোলো ইস্পাত, তমিজউদ্দিন টেক্সটাইল, মতিন স্পিনিং, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বাংলাদেশ মনস্পুল পেপার, ই-জেনারেশন, তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো আইসক্রিম, ক্রিস্টাল ইনস্যুরেন্স, ডমিনেজ স্টিল, ফার্স্ট ফিন্যান্স, মিথুন নিটিং, জিলবাংলা সুগার মিলস, দেশ জেনারেল ইনস্যুরেন্স, আরামিট সিমেন্ট, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, তাল্লু স্পিনিং, ইনডেক্স এগ্রো, জুট স্পিনার্স, মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পেটি।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর