thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৮ জমাদিউস সানি 1446

শনিবার বুয়েটের প্রথম বর্ষের অনলাইন ক্লাস শুরু

২০২২ জানুয়ারি ২১ ১৯:৩৩:২৭
শনিবার বুয়েটের প্রথম বর্ষের অনলাইন ক্লাস শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক শ্রেণির ২০২০-২০২১ শিক্ষা বর্ষের লেভেল-১, টার্ম-১ এর ক্লাস আগামী ২২ জানুয়ারি অনলাইনে শুরু হচ্ছে। আজ শুক্রবার (২১ জানুয়ারি) বুয়েট জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামীকাল শনিবার (২২ জানুয়ারি) থেকে প্রথম বর্ষের ক্লাস অনলাইনে শুরু হবে। সংশ্লিষ্ট শিক্ষাবর্ষে ভর্তির নিমিত্তে প্রাক-নির্বাচনী পরীক্ষা গত বছরের ২০ ও ২১ অক্টোবর অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ৬ নভেম্বর চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি কমিটি স্বল্পতম সময়ের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাধারণত বুয়েটে সকল লেভেল ও টার্মের ক্লাস একই সঙ্গে শুরু হয়। বর্তমানে বিভিন্ন লেভেল ও টার্মের ক্লাস গত বছরের ১৩ নভেম্বর থেকে শুরু হয়েছে যা আগামী ১২ এপ্রিল শেষ হবে। নতুন শিক্ষার্থীদের ক্লাস দ্রুত সময়ের মধ্যে চালু করার নিমিত্তে বুয়েট কর্তৃপক্ষ আলাদাভাবে লেভেল-১, টার্ম-১ এর একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করেছে। এতে করে নবাগত শিক্ষার্থীদের কভিড-১৯ মহামারির কারণে পিছিয়ে পড়াটার কিছুটা লাঘব হবে।’

(দ্য রিপোর্ট/আরজেড/২১ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর