thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সর্বোচ্চ আগ্রহে বিডি থাই ফুড

২০২২ জানুয়ারি ২৪ ১৬:৫৯:২২
সর্বোচ্চ আগ্রহে বিডি থাই ফুড

দ্য রিপোর্ট প্রতিবেদক: সোমবার (২৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭১টির বা ১৮.৬৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। লেনদেনের প্রথম দিনই বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে উঠে আসে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিডি থাই ফুডের অভিহিত মূল্য ১০ টাকা। প্রথম দিন কোম্পানিটির শেয়ারদর ১ টাকা বা ১০ শতাংশ বেড়ে ১১ টাকায় দাঁড়ায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৯.৬৫ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৮.৭৩ শতাংশ, ন্যাশনাল টি’র ৭.৪৯ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৬.৯২ শতাংশ, আরামিটের ৬.৫৫ শতাংশ, স্যোসাল ইসলামী ব্যাংকের ৬.৫৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৯১ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫.৮৯ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ৪.৯৪ শতাংশ বেড়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর