thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে যা বললেন চিত্রনায়িকা পপি

২০২২ জানুয়ারি ২৬ ১৬:৪৩:৩৮
চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে যা বললেন চিত্রনায়িকা পপি

দ্য রিপোর্ট প্রতিবেদক: দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ ছিলেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপি। কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পপির ঘনিষ্ঠরাও তার খোঁজ জানাতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সক্রিয় নন। এবার পপি নিজে থেকেই সবার সামনে এসেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে পপি একটি ভিডিও বার্তা দিয়েছেন।

ভিডিও বার্তায় তিনি শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের প্রতি সমর্থন জানান। তিনি আরো বলেন, ‘ভেবেছিলাম কখনোই ক্যামেরার সামনে আসবো না। ২৬ বছর ধরে সুনামের সঙ্গে কাজ করার চেষ্টা করছি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আমি আছি আপনাদের সবার মাঝে। ভাগ্যে থাকলে আবার ফিরবো কাজে।’

পপি আরো বলেন, ‘বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির একটি মাত্র ব্যক্তির কারণে, তার পলিটিক্স, নোংরামি, এবং অনেক রকম অপকর্মে অসহযোগিতা করার কারণে আমাকে বার বার অপমানিত হতে হয়েছে।’

পপি শিল্পী সমিতি থেকে তার সদস্যপদ বাতিলের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, এতে তিনি ভীষণ কষ্ট পেয়েছেন। সদস্যপদ বাতিলের চিঠিটা এখনো তার কাছে আছে। অপমানিত হওয়ার কারণেই সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন বলে জানান পপি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর