thereport24.com
ঢাকা, সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১,  ৩ রবিউস সানি 1446

শোধ নিলো ভারত, সেমিতে খেলা হলো না বাংলাদেশের

২০২২ জানুয়ারি ৩০ ০৮:১৯:০২
শোধ নিলো ভারত, সেমিতে খেলা হলো না বাংলাদেশের

দ্য রিপোর্ট প্রতিবেদক: ‘ওদের ১২ রান লাগে, আমাদের দরকার ৫টা ভালো বল।’ ভারত তখন জয় থেকে মাত্র ১২ রান দূরে। তখনও উইকেটের পেছন থেকে সতীর্থদের এভাবে উৎসাহ দিয়ে যাচ্ছিলেন উইকেট-রক্ষক মোহাম্মদ রিপন। শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারেনি টাইগার যুবারা। ২০২০ অনূর্ধ্ব-১৯ এর বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে হারের শোধটা তুলে নিলো ভারত।

গত আসরে ভারতকে ফাইনালে হারিয়ে ইতিহাস গড়েছিল টাইগার যুবারা। এবার ভারতীয় যুবারা বাংলাদেশকে হারালো কোয়ার্টার ফাইনালে। টাইগার ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১১২ রানের লক্ষ্য পায় ভারত।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ভারত। ওপেনার হার্নর সিংকে রানের খাতা খোলার আগেই বিদায় করেন পেসার তানজিম হাসান সাকিব।

এরপর ৭০ রানের জুটি গড়েন আংক্রিশ রাগুভানসি ও শাইক রাশিদ। দুজনের জুটি ভাঙ্গেন পেসার রিপন মণ্ডল। ওপেনার রাগুভানসি ৬৫ বলে ৪৪ রানের ইনিংস খেলে ফেরেন প্রান্তিক নাবিলের হাতে ক্যাচ দিয়ে।

পাঁচ রান পর রাশিদ সাজঘরে ফেরেন ২৬ রান করে। এবারও সেই রিপনের বলে ক্যাচ উইকেট রক্ষক ফাহিমের হাতে।

দলীয় ৮২ রানের মাথায় সিদ্ধার্থ যাদব (৬) রিপনের বলে ক্যাচ দেন ইফতিখার হোসেনের হাতে ক্যাচ দেন সিদ্ধার্থ। দলীয় ৯৭ রানে আবারও রিপনের আঘাত ভারতীয় শিবিরে। রাজ ভাওয়াকে শূন্য রানে ফেরান সাজঘরে।

শেষ পর্যন্ত লড়াই করলেও যুবা টাইগারদের ব্যাটিং ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে ৫ উইকেটের জয় তুলে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত।

এর আগে টসে হেরে এন্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আগে ব্যাট করার আমন্ত্রণ পায় যুবা টাইগাররা। ব্যাট করতে নেমে দুই অংকের রানের দেখা পান মাত্র তিন ব্যাটার।

শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপে দলীয় ৩৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। বিপাকে পড়া দলকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন এসএম মেহরব। তার ব্যাটেই আসে সর্বোচ্চ ৩০ (৪৮) রান। এছাড়া ১৭ রান করেন আইচ মোল্লাহ, ১৬ রান করেন আশিকুর জামান।

ভারতের পক্ষে ৩ উইকেট নেন রবি কুমার, ২ উইকেট নেন ভিকি ওসটল ও ১টি করে উইকেট নেন রাজবর্ধন, কুশল তাম্বে এবং আংক্রিশ রাজবংশী।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর