thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

জালিয়াতি এবং প্রতারণা করলে কঠিন ব্যবস্থা- বিএসইসি চেয়ারম্যান

২০২২ জানুয়ারি ৩১ ০৯:০২:১৭
জালিয়াতি এবং প্রতারণা করলে কঠিন ব্যবস্থা- বিএসইসি চেয়ারম্যান

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে জালিয়াতি এবং প্রতারণাকারি ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে সতর্ক করলেন বাংলাদেশ সিকিউরিটিজ এবং একচেঞ্জ কমিশণ চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবায়েত-উল ইসলাম।

রোববার (৩০ জানুয়ারী) বিকেলে বিএসইসি কার্যালয়ে বিও হিসাবধারীদের মেইলের মাধ্যমে ই স্টেটমেন্ট সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ বাংলাদেশ (সিডিবিএল) আয়োজিত এক প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই ই-স্টেটমেন্ট এর মাধ্যমে বিনিয়োগকারিরা তাদের নিজস্ব মোবাইল নম্বর এবং ইমেইলের মাধ্যমে কোন প্রকার ফি বা চার্জ ছাড়াই তাদের বিও একাউন্টের এক মাসের লেনদেন বিবরণী পেয়ে যাবেন ।

প্রফেসর শিবলী রুবায়েত-উল ইসলাম হ্যাকারদের বিপক্ষে আরও সতর্ক হতে বলেন।যত বেশি তথ্য প্রযুক্তিতে উন্নত
হবো তত বেশি সতকর্তা প্রয়োজন এমনটাই মনে করেনবিএসইসি চেয়ারম্যান।বিভিন্ন ধরণের সফটওয়্যার ব্যবহার
করে কাস্টমারদের সাথে প্রতারণা করা হয়,একাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলা হচ্ছে এমন এক কঠিন বাস্তবতার মুখে
সিডিবিএল এর এই সেবা গুরুত্তপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা করেন প্রফেসর শিবলী রুবায়েত। বর্তমান সরকারকে
বিজনেস ফ্রেন্ডলি সরকার আখ্যা দিয়ে তিনি আরও বলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে এই সেবাটি আরও এক ধাপ
এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের কমিশনার জনাব ড. শেখ শামসিউদ্দীন আহমেদ এবং জনাব মো আব্দুল হালিম।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সেন্ট্রাল ডিপোজিটিরি বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শুভ্র কান্তি চৌধুরী।উক্ত অনুষ্ঠানে সিডিবিএল এর ভ্যালু এডেড সার্ভিস সমূহ বিস্তারিত আলোচনা করেন সিডিবিএল এর ভ্যালু এডেড সার্ভিসের জেনারেল ম্যানেজার জনাব রাকিবুল ইসলাম চৌধুরী ।

এছাড়া সিডিবিএল আয়োজিত এই অনুষ্ঠানে বিএসইসি,সিডিবিএল,সিসিবিএল এবং ঢাকা এবং চট্টগ্রাম স্টক একচেঞ্জের উর্ধতণ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর