thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

দুই দিন পর কমতে পারে শৈত্যপ্রবাহ

২০২২ জানুয়ারি ৩১ ০৯:৫৭:১৪
দুই দিন পর কমতে পারে শৈত্যপ্রবাহ

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের একাধিক জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে উত্তরাঞ্চলের প্রায় সব জেলায় হাড়-কাঁপানো শীতে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের জীবন। বিকেল গড়াতেই তাপমাত্রা নামছে পাল্লা দিয়ে। মাঝারি থেকে ঘন কুয়াশায় সড়কে-মহাসড়কে দিনেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

এ ব্যাপারে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘বর্তমানে দেশের বেশির ভাগ এলাকায়ই শৈত্যপ্রবাহ বইছে। আরো দুদিন পর শৈত্যপ্রবাহের এলাকা কমতে শুরু করবে। তখন শীত কমতে থাকবে। ’

গতকাল শৈত্যপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙামাটি, ফেনী, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা জেলা এবং রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর