thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

ডিএসইর টপটেন লুজার তালিকা

২০২২ জানুয়ারি ৩১ ২০:০৫:৪৭
ডিএসইর টপটেন লুজার তালিকা

দ্য রিপোর্ট প্রতিবেদক: সোমবার (৩১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬৪টির বা ৬৯.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ফিড মিলসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস ন্যাশনাল ফিড মিলসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২০.৫০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৮০ টাকা বা ৮.৭৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে ন্যাশনাল ফিড মিলস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৮.৭২ শতাংশ, ফরচুন সুজের ৭.৯২ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৭.৬৯ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৬.৪৬ শতাংশ, সিমটেক্সের ৬.৩১ শতাংশ, এমজেএলর ৫.৩৭ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৫.৩৪ শতাংশ, খান ব্রাদার্সের ৫.০৭ শতাংশ এবং কেডিএস এক্সেসরিজের শেয়ার দর ৪.৬৯ শতাংশ কমেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর