thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

১১ জেব্রার মৃত্যু: দুই কর্মকর্তা প্রত্যাহার

২০২২ জানুয়ারি ৩১ ২০:১৪:৪১
১১ জেব্রার মৃত্যু: দুই কর্মকর্তা প্রত্যাহার

দ্য রিপোর্ট প্রতিবেদক: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে কয়েক দিনের মধ্যে ১১টি জেব্রার মৃত্যুর ঘটনায় পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ভেটেরিনারি অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। পার্কের প্রকল্প পরিচালককে প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের শনাক্তের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির নিরপেক্ষ তদন্তের স্বার্থে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার করে ঢাকার বন অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ফরিদপুরের সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলামকে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কক্সবাজারের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে ভেটেরিনারি অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।

সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরকেও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত ২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত নয়টি জেব্রা মারা যায়। এরপর ২৯ জানুয়ারি আরও দুটি জেব্রার মৃত্যু হয়। জেব্রার মৃত্যুর কারণ উদ্ঘাটনে গত ২৬ জানুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর