thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১,  ১৬ জমাদিউল আউয়াল 1446

ফের কিডনি ইনস্টিটিউটে ডায়ালাসিস সেবা চালু

২০২২ ফেব্রুয়ারি ০২ ১৬:০৫:৫৪
ফের কিডনি ইনস্টিটিউটে ডায়ালাসিস সেবা চালু

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় কিডনি ইনস্টিটিউটে ডায়ালাসিস বন্ধ থাকার প্রতিবাদে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা সড়ক অবরোধ করে রাখে।

আজ বুধবার সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরে অবস্থিত ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল’ হঠাৎ করেই সেবা বন্ধের ঘোষণা দেয়। এতে বিপাকে পড়েন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। হঠাৎ করে ডায়ালাইসিস বন্ধের এমন ঘোষণায় ক্ষুব্ধ হয়ে হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে রাখে।

তবে প্রশাসনের আশ্বাসে ফের সচল হয় ঢাকা ও চট্টগ্রামের ডায়ালাইসিস সেবা। এর পর সড়ক থেকে অবরোধ তুলে নেন ক্ষুব্ধ রোগী ও তাদের স্বজনরা।

এদিকে হাসপাতালের পক্ষ থেকে জানান হয় ডায়ালাইসিস সেবা দানকারী ভারতীয় প্রতিষ্ঠান স্যানডোর তাদের সেবা বন্ধ রাখায় এ অবস্থার সৃষ্টি হয়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সেবা দানকারী দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান স্যানডোর টাকা পাওনা রয়েছে। সে টাকা আদায় করতেই তারা ডায়ালাইসিস সেন্টার তালা দিয়ে তারা চলে গেছে।

তবে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নয়। তাদের পাওনা টাকা পরিশোধের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর