thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সূচক বাড়লেও কমেছে লেনদেন

২০২২ ফেব্রুয়ারি ০২ ১৬:৩১:৪০
সূচক বাড়লেও কমেছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগের কার্যদিবসের মতো সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও (০২ ফেব্রুয়ারি) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে।

জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯.১৫ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে সাত হাজার ১৬.৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৬.৫০ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪.২০ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫০৩.৯৯ পয়েন্টে এবং দুই হাজার ৫৯২.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ২৬৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৬ কোটি ৫৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৩৫২ কোটি ৫৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০৪টির বা ৫৩.৫৪ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১২৬টির বা ৩৩.০৭ শতাংশের এবং ৫১টি বা ১৩.৩৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৫.৩৪ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৬৭.৮৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। আজ সিএসইতে ৫৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর