thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

জাতীয় সংগীতে কণ্ঠ মেলালো কোটি বাঙালি

২০১৪ মার্চ ২৬ ১২:৪০:১৩
জাতীয় সংগীতে কণ্ঠ মেলালো কোটি বাঙালি

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘লাখো কন্ঠে সোনার বাংলা’ রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জাতীয় সংগীত গাওয়া আড়াই লাখ মানুষের সঙ্গে কন্ঠ মেলালো দেশের কোটি বাঙালি।

বুধবার সকাল ১১টা ২০ মিনিটে মূল আয়োজন স্থলে জাতীয় সংগীত গাওয়া শুরু হলে দেশের সকল প্রান্তে অবস্থানরত সাধারণ মানুষ দাঁড়িয়ে সুর মেলান জাতীয় সংগীতের সঙ্গে। সাড়ে তিন মিনিটের এই আয়োজন সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সকল বেসরকারি টেলিভিশন ও রেডিও। ভোর থেকেই মূল আয়োজনে অংশ নিতে লাখ লাখ মানুষ প্যারেড গ্রাউন্ডমুখী হলেও নির্ধারিত সময়ের আগে ভেতরে প্রবেশ করতে না পেরে বাইরে অবস্থান করেই জাতীয় সংগীত গাইতে থাকেন অনেকে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, প্যারেড গ্রাউন্ডের চারপাশে বিশেষ করে বিজয় সরণী, রোকেয়া সরণী, ফার্মগেট, খামারবাড়ি, জাহাঙ্গীর গেট পার হয়ে মহাখালী রেল ক্রসিং, আগারগাঁও হয়ে শিশুমেলা, মানিক মিয়া এভিনিউ হয়ে আসাদ গেট পর্যন্ত মানুষ দাঁড়িয়ে জাতীয় গাইতে থাকেন। মূল অনুষ্ঠান শুরু হওয়ার ২০ মিনিট আগে থেকেই রাজধানীতে চলাচলকারী গণপরিবহন ও অন্যান্য পরিবহন থেমে যায় এবং এ সব পরিবহনে অবস্থানরত যাত্রীরাও অংশ নেন জাতীয় সংগীত গাওয়ার এই কর্মসূচি।

এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১১টা থেকে ১১টা ২৩ মিনিট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে রেল থামিয়ে জাতীয় সংগীত গাওয়ার এই বিশ্ব রেকর্ডে অংশ নেন। দেশের বিভিন্ন রেল স্টেশন ও জংশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নেন। ট্রেনের মধ্যে শব্দযন্ত্রে (স্পিকার) প্রচার করা হয় মূল অনুষ্ঠান।এ ছাড়া বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান, গণমাধ্যম অফিসে কর্মরতরাও দাঁড়িয়ে একাত্ম প্রকাশ করেন জাতীয় সংগীত গাওয়ার এই কর্মসূচিতে। একই সঙ্গে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের কন্ঠেও ধ্বনিত হয়েছে প্রাণের সূর ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’।

মহান স্বাধীনতা দিবসে মূল আয়োজন ঘিরে বিশ্ব রেকর্ডের তাড়া থাকলেও দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বাঙালি জাতি। শিশু, কিশোর, যুবকসহ সব বয়সী মানুষের কন্ঠ গেয়ে উঠেছে এই জাতীয় সংগীত।

(দ্য রিপোর্ট/আরএইচ/এইচএসএম/মার্চ ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর