thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

‘আমার মেয়ের করোনা পজিটিভ, আপনাদের প্রার্থনায় রাখুন’

২০২২ ফেব্রুয়ারি ০৩ ০৯:৪৩:৪১
‘আমার মেয়ের করোনা পজিটিভ, আপনাদের প্রার্থনায় রাখুন’

দ্য রিপোর্ট ডেস্ক: চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন তার মেয়ে আরশিয়া উমাইজা।

বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে জামাল লেখেন, আমার মেয়ের করোনা পজিটিভ, আমার মেয়েকে আপনাদের প্রার্থনায় রাখুন।

এর আগে, গত ২২ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পূর্ণিমা। খবরটি জানিয়েছিলেন পূর্ণিমা নিজেই। জানা গেছে, মা ও মেয়ে দুজনই আপাতত বাসায় বিশ্রামে আছেন। তাদের শারীরিক অবস্থাও বেশ ভালো।

২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ ফাহাদ জামালকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যা সন্তান উমাইজা। বর্তমানে তার বয়স আট বছর।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর