thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মা হচ্ছেন মারিয়া নূর

২০২২ ফেব্রুয়ারি ০৩ ২০:২১:৩৫
মা হচ্ছেন মারিয়া নূর

দ্য রিপোর্ট ডেস্ক: দর্শকপ্রিয় উপস্থাপিকা মারিয়া নূর দীর্ঘ সময় পর্দায় অনুপস্থিত ছিলেন। এবার জানা গেল সেই কারণ। মা হতে চলেছেন শোবিজের এ তারকা। সামাজিক মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন সুখবরটি।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করে মা হওয়ার খবরটি জানান মারিয়া নূর। ছবিতে তাকে স্বামী সাইফুল আলম জুলফিকারের সঙ্গে দেখা গিয়েছে। তার বেবি বাম্প স্পষ্ট বোঝা গেছে ছবিতে।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটি অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে। একজন মা হিসেবে উন্নীত হচ্ছি।’

মারিয়া নূর ও সাইফুল আলম জুলফিকার ২০১১ সালের ১৫ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১১ বছরের সংসার জীবনে তাদের ঘর আলো করে আসছে প্রথম সন্তান।

মারিয়া নূর একাধারে একজন উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী। মারিয়া নূর সবশেষ কাজ করেছেন মোস্তফা সরোয়ার ফারুকীর পরিচালনায় ‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর