thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

এই প্রাপ্তি বোধহয় তারই ফল: মাসুম আজিজ

২০২২ ফেব্রুয়ারি ০৪ ১০:২৫:২৪
এই প্রাপ্তি বোধহয় তারই ফল: মাসুম আজিজ

দ্য রিপোর্ট ডেস্ক: জাতীয় ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এবার ২৪ জন বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক। বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের নাম ঘোষণা করা হয়। এরমধ্যে অভিনয়ে (শিল্পকলা) এ বছর দুজন পাচ্ছেন একুশে পদক। একজন গুণী অভিনেতা মাসুম আজিজ অন্যজন আফজাল হোসেন।

একুশে পদক ঘোষণার পর অভিনেতা মাসুম আজিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানাতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। বলেন, ‘আমার শুধু কান্না আসছে। আমার স্ট্রাগল তো কারো অজানা নয়। জীবনের সব সুখ আনন্দ বাদ দিয়ে থিয়েটার করেছি, নাটক করেছি। অভিনয়ে বিরতি দেইনি। এই প্রাপ্তি বোধহয় তারই ফল।’

বুধবার বিকেল ৫টায় একুশে পদকের জন্য মনোনীত হওযার বিষয়টি জানতে পারেন মাসুম আজিজ। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে তাকে ফোন করে জানানো হয়।

মাসুম আজিজ বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ফোন করে বিষয়টি জানানো হয়। এরপর আমার কাছে অনাপত্তি পত্র চাওয়া হয়। তখনও নিশ্চিত ছিলাম না, তবে ভীষণ উত্তেজনা নিয়ে অপেক্ষায় ছিলাম।’

মাসুম আজিজ এজন্য সরকারকে ধন্যবাদ জানান।

এ বছর একুশে পদকপ্রাপ্তরা হলেন

ভাষা আন্দোলনে মোস্তফা এম. এ. মতিন (মরণোত্তর) ও মির্জা তোফাজ্জল হোসেন মুকুল (মরণোত্তর)। শিল্পকলায় জিনাত বরকতউল্লাহ, নজরুল ইসলাম বাবু (মরণোত্তর), ইকবাল আহমেদ, মাহমুদুর রহমান রেণু, খালেদ মাহমুদ খান (মরণোত্তর), আফজাল হোসেন, মাসুম আজিজ। মুক্তিযুদ্ধে আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর), কিউ .এ.বি এম রহমান, আমজাদ আলী খন্দকার। সাংবাদিকতায় এম এ মালেক। বিজ্ঞান ও প্রযুক্তিতে আনোয়ার হোসেন, শিক্ষায় অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ, সমাজসেবায় এস. এম. আব্রাহাম লিংকন ও সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের। ভাষা ও সাহিত্যে কবি কামাল চৌধুরী ও ঝর্ণা দাশ পুরকায়স্থ। গবেষণায় ড. আব্দুস সাত্তার মণ্ডল, ড. এনামুল হক (দলগত, দলনেতা), ড. সাহানাজ সুলতানা (দলগত), ড.জান্নাতুল ফেরদৌস (দলগত)।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর