thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বার্সার পর রিয়াল মাদ্রিদেরও বিদায়

২০২২ ফেব্রুয়ারি ০৪ ১০:২৬:১৬
বার্সার পর রিয়াল মাদ্রিদেরও বিদায়

দ্য রিপোর্ট ডেস্ক: কোয়ার্টার ফাইনালেই কোপা দেলরে থেকে ছিটকে গেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শুক্রবার ভোর রাতে অনুষ্ঠিত এই ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ১-০ গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় লস ব্লাঙ্কোসরা। এই জয়ের সুবাদে সেমি ফাইনালে পৌঁছে গেল বিলবাও। এর আগে শেষ ষোলতেই বার্সেলোনারও বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছিল সেই অ্যাথলেটিক বিলবাও।

ইনজুরির কারণে দলের সবচেয়ে বড় তারকা করিম বেনজেমাকে ছাড়াই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে রিয়াল মাদ্রিদের ডেরায় একের পর এক আক্রমণ করতে থাকে বিলবাও। কখনও গোলরক্ষক কোরতোয়া আবার কখনও এলডার মিলিতাও হন লস ব্লাঙ্কোসদের ত্রাতা।

দ্বিতীয়ার্ধে নিজেদের ডি বক্সের ভেতর স্বাগতিক স্ট্রাইকার ইনাকি উইলিয়ামসের হাতে বল লাগলেও এড়িয়ে যায় রেফারির চোখ। পেনাল্টি বঞ্চিত হয় রিয়াল। ৮১ মিনিটে সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া হয়। গোলরক্ষকের সাথে ওয়ান টু ওয়ানে গোল করতে ব্যর্থ হন রিয়ালের ক্যাসেমিরো।

তবে ভুল করেনি বিলবাও উইঙ্গার আলেজান্দ্রো বেরেঙ্গুয়ের। ৮৯ মিনিটে এই স্প্যানিশ তারকার গোলে ১-০ জয়ে সেমির টিকিট নিশ্চিত করেছে অ্যাথলেটিক বিলবাও।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর