thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

আজ সরস্বতী পূজা

২০২২ ফেব্রুয়ারি ০৫ ১০:৫৪:৩৬
আজ সরস্বতী পূজা

দ্য রিপোর্ট ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা আজ শনিবার। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস ও সংস্কৃতি মতে, দিনটিতে দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন। সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। এ জন্য ভক্তরা, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে পূজার আয়োজন করে থাকে।

পঞ্জিকা মতে, সকাল সাড়ে ৭টায় শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হবে এবং এই তিথি শেষ হবে সকাল ১১টায়। বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আরতি ও অন্যান্য অনুষ্ঠান হবে। পূজাকে ঘিরে ঢাকঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হবে বিভিন্ন পূজামণ্ডপ।

গত বছরের মতো এবারও করোনার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব বজায় রেখে পূজা উদযাপিত হবে।

সরস্বতী পূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর