thereport24.com
ঢাকা, শনিবার, ১ মার্চ 25, ১৬ ফাল্গুন ১৪৩১,  ১ রমজান 1446

ন্যাটোর বিরুদ্ধে চীন, শি জিনপিং-পুতিন একজোট

২০২২ ফেব্রুয়ারি ০৫ ১০:৫৬:৩৭
ন্যাটোর বিরুদ্ধে চীন, শি জিনপিং-পুতিন একজোট

দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেন ইস্যুতে যখন উত্তেজনা তুঙ্গে এমন মুহূর্তে রাশিয়ার সঙ্গে একজোট হলো চীন। দেশটি ন্যাটোর সম্প্রসারণের বিরোধীতা করছে। এ নিয়ে মস্কো ও বেইজিং এক যৌথ বিবৃতি দিয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল আলোচিত বৈঠকের পর যৌথ বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।

বৈঠকের পর বিবৃতিতে এই দুই নেতা ন্যাটোকে 'শীতল যুদ্ধের আদর্শিক পন্থা পরিত্যাগ করার' আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে মস্কো বলেছে, তারা তাইওয়ানের বিষয়ে চীনের অবস্থানকে সমর্থন করে ও এর স্বাধীনতার বিরোধিতা করে।

বেইজিং-এর স্থানীয় সময় সন্ধ্যায় শীতকালীন অলিম্পিক-২০২২ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে পুতিন-শি সরাসরি সাক্ষাৎ করেন।

ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। দেশটি যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে এমন শঙ্কার মধ্যে চীন ও রাশিয়ার এই বিবৃতি এলো।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর