thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

শুটিংয়ে রক্তাক্ত টয়া

২০২২ ফেব্রুয়ারি ০৫ ১১:০২:২৬
শুটিংয়ে রক্তাক্ত টয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক: শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন মুমতাহিনা চৌধুরী টয়া। রক্তাক্ত অবস্থায় অভিনেত্রীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরার একটি হাউজে শুটিং চলাকালে এ ঘটন ঘটে।

তিন তলায় শুটিং করছিলেন টয়া, কাকতালীয়ভাবে একই ভবনের দ্বিতীয় তলায় শুটিং করছিলেন টয়ার স্বামী অভিনেতা সৈয়দ জামান শাওন। টয়া ভালোবাসা দিবসের ‘ক্লোজআপ কাছে আসার গল্প’র নাম ঠিক না হওয়া নাটকের শুটিং করছিলেন। পরিচালক রাসেল শিকদার শুটিংয়ে ড্রোন ব্যবহার করছিলেন। একটা সময় ড্রোনটি নিয়ন্ত্রন হারিয়ে টয়ার চোখের সামান্য ওপরে আঘাত হানে, সঙ্গে সঙ্গেই রক্তাক্ত হন তিনি। খবর পেয়ে তিনতলায় উঠে আসেন শাওন এবং টয়াকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর দুটি ইউনিটেরই শুটিং বন্ধ হয়ে যায়।

জানা গেছে, ড্রোন আঘাত করার আগমুহূর্তে টের পেয়েছিলেন টয়া, সরে যেতে চাইলেও শেষ রক্ষা হয়নি। টয়ার চোখের ওপরে বেশ খানিকটা কেটে গেছে, অনেকগুলো সেলাই দিতে হয়েছে। করতে হয়েছে কসমেটিকস সার্জারি। টয়া এখন বাড়িতেই সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর