thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

শপথ নিলেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ

২০২২ ফেব্রুয়ারি ০৬ ১৮:৫৩:১৩
শপথ নিলেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর আপিল বোর্ডের সিদ্ধান্তে গতকাল শনিবার সাধারণ সম্পাদক পদে নিপুণকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিজয়ীদের শপথ আজ বিকাল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, সোহানুর রহমান সোনান, দেলোয়ার জাহান ঝন্টু।

প্রথমে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চনকে শপথ বাক্য পাঠ করান সাবেক সভাপতি মিশা সওদাগর। এরপর বাকি সদস্যদের শপথ পাঠ করান সদ্য সভাপতি ইলিয়াস কাঞ্চন। শিল্পী সমিতির স্টাডি রুমের মাঠে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অমিত হাসান, কেয়া, ফেরদৌস, সাইমন, শাহনুর, জেসমিন ও আরমান। তবে শপথে অংশ গ্রহণ করেননি মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত সদস্যরা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর