thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ইসির যুগ্ম সচিব আবুল কাসেমের পদত্যাগ

২০২২ ফেব্রুয়ারি ০৭ ১৫:৩৬:৫২
ইসির যুগ্ম সচিব আবুল কাসেমের পদত্যাগ

দ্য রিপোর্ট প্রতিবেদক: চুক্তিভিত্তিক নিয়োগে থাকা নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবুল কাসেম আকস্মিক পদত্যাগ করেছেন। ইসি সচিবালয়ের গুঞ্জন উঠেছে, নতুন নির্বাচন কমিশনার হওয়ার প্রত্যাশায় তিনি পদত্যাগ করেছেন এমন গুঞ্জন ছড়িয়েছে। অবশ্য আবুল কাসেম ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

ইসি সূত্রে জানা গেছে, কাসেম ২ ফেব্রুয়ারি পদত্যাগপত্র জমা দেওয়ার পরও একটি কমিশন সভাসহ ইসি সচিবালয়ের একাধিক সভায় যোগদান করেছেন। তবে ওইসব বৈঠকের উপস্থিতি তালিকাসহ কোনো কাগজপত্রে সই করেননি বলে জানান ওই কর্মকর্তারা।

ইসি সচিবালয়ের নিয়মিত চাকরি অবসায়নের পর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া আবুল কাসেম চুক্তির শর্তানুযায়ী এক মাসের বেতনের টাকা ফেরত দিয়ে গত ২ ফেব্রুয়ারি পদত্যাগপত্র জমা দেন। তিনি চাইলে বেতন ফেরত না দিয়ে এক মাসের আগাম নোটিশ দিয়েও পদত্যাগ করতে পারতেন। তার এই তাড়াহুড়ো করে পদত্যাগে ইসির কর্মকর্তা কর্মচারীদের মনে নানা প্রশ্ন দানা বেঁধেছে।

পদত্যাগী ওই কর্মকর্তা তার ঘনিষ্টজনদের জানিয়েছেন, কমিশনার নিয়োগ পাবেন এমন আশ্বাস পেয়েই তিনি পদত্যাগ করেছেন। অবশ্য ২০২০ সালে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার সময় থেকেই তিনি ভবিষ্যতে ইসির কমিশনার হবেন এমন গুঞ্জনও ইসি সচিবালয়ে ছিল।

জানা গেছে, আবুল কাসেম ১৯৯০ সালে ২৪ মার্চ জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনে যোগ দেন। ওই বছর নভেম্বর সহকারী সচিব হিসেবে ইসি সচিবালয়ে যোগ দেন। ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে তিনি ইসির যুগ্ম সচিব হন। ২০২০ সালে তার চাকরির বয়স শেষ হলে সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

এদিকে আবুল কাসেমের কমিশনার হওয়ার গুঞ্জনে ইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অস্বস্তি শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ করে তার সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা তৈরি হয়েছে। তবে সোমবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েব সাইটে কর্মকর্তাদের নামের তালিকায় আবুল কাসেমের নামটিও দেখা গেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর