thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ডিএসইর টপটেন গেইনার তালিকা

২০২২ ফেব্রুয়ারি ০৭ ১৮:৫৩:১৮
ডিএসইর টপটেন গেইনার তালিকা

দ্য রিপোর্ট প্রতিবেদক: সোমবার (০৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৩টির বা ৩৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইয়াকিন পলিমারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস ইয়াকিন পলিমারের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৩.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইয়াকিন পলিমার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৯.৭৯ শতাংশ, বিডি থাই ফুডের ৯.৭৬ শতাংশ, তাকাফুল ইন্স্যুরেন্সের ৯.১৯ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৬.৭৮ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৫.৬৪ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৫.৩২ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৪.৮৯ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৪.৪৪ শতাংশ এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.১৭ শতাংশ বেড়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর