thereport24.com
ঢাকা, সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১,  ৩ রবিউস সানি 1446

৪০০ মিলিয়নের মাইলফলকে রোনালদো

২০২২ ফেব্রুয়ারি ০৮ ১৯:৪৮:৪০
৪০০ মিলিয়নের মাইলফলকে রোনালদো

দ্য রিপোর্ট ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী ম্যানচেস্টার ইউনাইটেড সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদোর। পর্তুগিজ এই তারকা প্রথম ব্যক্তি, ইনস্টাগ্রামে যার ফলোয়ার ৪০০ মিলিয়ন অতিক্রম করেছে।

সদ্যই ৩৭ বছর পূর্ণ হলো রোনালদোর। শেষ ৬ মাসে ইনস্টাগ্রামে যার ফলোয়ার বেড়েছে ১৬৩ মিলিয়ন!

২০২১ সালের সেপ্টেম্বরে ২৩৭ মিলিয়নে পৌঁছে রোনালদোর ফলোয়ার সংখ্যা। পরবর্তী ৬ মাসে সেই ফলোয়ার বেড়েছে আরো ১৬৩ মিলিয়ন।

রোনালদো নিজে অনুসরণ করেন মাত্র ৫০১ জনকে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ৩২৪২টি পোস্ট করেছেন। গড়ে ১০ মিলিয়ন লাইক পেয়েছেন।

শুধু ব্যক্তি তালিকা বাদ দিলে ইনস্টাগ্রামের অফিশিয়াল অ্যাকাউন্টের ফলোয়ার সবচেয়ে বেশি- ৪৬৯ মিলিয়ন। প্রতিষ্ঠানটি মাত্র ৯৮ অ্যাকাউন্টকে ফলো করছে, আর এখন পর্যন্ত পোস্ট করেছে ৭০৪৯টি।

ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো মধ্যে শীর্ষ ১০ ফলোয়েড পারসনের মধ্যে প্রাধান্য ক্রীড়া তারকা ও সংগীত তারকাদের। সেই সঙ্গে রিয়্যালিটি টিভি শোর কিছুর তারকা রয়েছেন।

রোনালদো ছাড়া ক্রীড়া তারকাদের মধ্যে লিওনেল মেসি রয়েছেন তালিকার তিন নম্বরে। তার অনুসারী সংখ্যা ৩০৬ মিলিয়ন। মেসির চেয়ে ৩ মিলিয়ন অনুসারী বেশি তালিকার দুইয়ে থাকা মার্কিন রিয়্যালিটি টিভি ব্যক্তিত্ব কাইলি জেনারের।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর