thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ডিএসইর টপটেন লুজার তালিকা

২০২২ ফেব্রুয়ারি ০৮ ১৯:৫৯:৩৬
ডিএসইর টপটেন লুজার তালিকা

দ্য রিপোর্ট প্রতিবেদক: মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৯টির বা ৩৯.২১ শতাংশ শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮.৮০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৭.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৯০ টাকা বা ৪.৭৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৩৯ শতাংশ, বিএসসির ৪.৩৩ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.২৬ শতাংশ, অলটেক্সের ৩.৮৪ শতাংশ, শেফার্ডের ৩.৭১ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৩.৪৩ শতাংশ, লিবরা ইনফিউশনের ২.৯৯ শতাংশ, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের ২.৯৭ শতাংশ এবং বিবিএসের শেয়ার দর ২.৫৬ শতাংশ কমেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর