thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ফুলবাড়ীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫০

২০১৩ নভেম্বর ১২ ০৮:৩৪:৪৭
ফুলবাড়ীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫০

দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে একতা এক্সপ্রেস ও সীমান্ত এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার ভোর ৩টা ৩৫ মিনিটে এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় রেলপথ ব্যবস্থাপক (ডিআরএম) পঙ্কজ কুমার সাহা দিরিপোর্ট২৪কে জানান, মুখোমুখি সংঘর্ষ হলেও দুই ট্রেনের চালক শেষ মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সমর্থ হন। দুই ট্রেনেরই ইঞ্জিনের পরের কোচটি লাইন থেকে সামান্য নেমে এসেছে।

রেলওয়ের লালমনিরহাট কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা কর্মচারী আদম আলী জানান, পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। সিগন্যাল ত্রুটির কারণে ট্রেন দুটি এক লাইনে চলে এসেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

সর্বশেষ জানা গেছে, দুই ট্রেনের ইঞ্জিনই বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় বগিও সামান্য ক্ষতিগ্রস্ত, এই চার বগিতে থাকা যাত্রীদের মধ্যে অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর