thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

স্বাস্থ্য পরীক্ষার পর কনডেম সেলে রাখা হলো প্রদীপ-লিয়াকতকে

২০২২ ফেব্রুয়ারি ১০ ১৯:৩৯:২৮
স্বাস্থ্য পরীক্ষার পর কনডেম সেলে রাখা হলো প্রদীপ-লিয়াকতকে

দ্য রিপোর্ট প্রতিবেদক: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা রাশেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। সেখানে তাদের রাখা হয়েছে কনডেম সেলে।

হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার গিয়াস উদ্দিন জানান, পুলিশ প্রিজনভ্যানে করে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওসি প্রদীপ ও লিয়াকতকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। কারাগারে আনার পর তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দুজনই সুস্থ আছেন।

প্রসঙ্গত, সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে গত ৩১ জানুয়ারি মৃত্যুদণ্ডের আদেশ দেন কক্সবাজার জেলা ও দারয়া জজ আদালত।

২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্তকেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর