thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিপিএলের ৪ পর্ব শেষে ব্যাটে-বলে সিনিয়র টাইগাররাই এগিয়ে

২০২২ ফেব্রুয়ারি ১০ ১৯:৪১:৪১
বিপিএলের ৪ পর্ব শেষে ব্যাটে-বলে সিনিয়র টাইগাররাই এগিয়ে

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিপিএলের চার পর্ব শেষে ব্যাটে বলে সিনিয়র টাইগাররাই এগিয়ে, এখনও পর্যন্ত পারফরমেন্স ধারাবাহিকতায় খুঁজে পাওয়া যায়নি তরুণদের। সর্বোচ্চ রান তামিমের, উইকেট শিকারের সংখ্যায় সবার ওপরে মুস্তাফিজ।

এবারের বিপিএলে অভিজ্ঞ এবং সিনিয়র খেলোয়ার তামিম, সাকিব, মুস্তাফিজরাই ভালো করছে। আর এভাবেই বিপিএল পেরিয়ে এলো চার পর্ব।

চার পর্ব শেষে ৫৬.৮৩ গড়ে ঢাকার তামিম ইকবালের রান ৩৪১। ৮ ম্যাচে তার সেঞ্চুরি আছে একটা ও হাফ সেঞ্চুরি তিনটা। ইনিংস সর্বোচ্চ করেছেন ১১১ রান।

সর্বাধিক রান সংগ্রহের পরের দুই অবস্থানে যথাক্রমে প্রোটিয়া উইকেটকিপার কলিন ইনগ্রামের ৩০৯ রান। আর চট্টগ্রামের ইংলিশ ব্যাটার উইল জ্যাক্স করেছেন ৩০৬ রান, ম্যাচ খেলেছেন একটা বেশি।

৮ ম্যাচে ৪২ গড়ে ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহর রান ২৫২। এই পরিসংখ্যানে সমান ম্যাচ খেলে পাঁচ নম্বরে আছেন এনামুল বিজয়। সিলেটের এই উইকেটকিপার ব্যাটারের রান ২৪৮, ইনিংস সর্বোচ্চ ৭৮।

সেরা পাঁচের বাইরে আছেন আরেক সিনিয়র সিটিজেন সাকিব আল হাসান। বরিশাল ক্যাপ্টেন ৮ ম্যাচে ২৮.১২ গড়ে রান করেছেন ২২৫ রান। ইনিংস সর্বোচ্চ ব্যক্তিগত ৫০। ১৪১.৫০ স্ট্রাইক রেইটে সাকিবের ব্যাট থেকে এসেছে ১৭টা চার আর ১৩টা ছক্কা।

বোলিংয়েও সিনিয়রদের ছাড়িয়ে যেতে পারেনি কোন দেশি বোলার। ৭ ম্যাচে ভিক্টেরিয়ান পেসার মুস্তাফিজের সংগ্রহ ১৫টি উইকেট। আর ১ ম্যাচ বেশি খেলে ১ উইকেট কম সাকিবের। সমান ১৪ উইকেট আছে বরিশালের ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোরও।

চারে আছেন সিলেটের স্পিনার নাজমুল অপ্ ু৬ ম্যাচে এই স্পিনারের উইকেট সংখ্যা ১১টি। পাঁচে ভিক্টোরিয়ান স্পিনার তানভির ইসলাম, এই বাঁহাতি ৭ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট।

এদিকে,বিপিএলে চার পর্ব শেষে এক ম্যাচ হাতে রেখেই প্লে অফ নিশ্চিত হয়ে গেছে সাকিবের ফরচুন বরিশালের, প্লে অফ নিশ্চিত করেছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরও, তবে ভিক্টোরিয়ানদের ম্যাচ বাকী আছে আরো দুইটা।

৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বরিশাল। এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে কুমিল্লা।

অন্যদিকে, ৯ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে মিনিস্টার ঢাকা, এক ম্যাচ কম খেলে খুলনার পয়েন্ট ৮, মুশফিকের দলের অবস্থান চারে। পাঁচে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পয়েন্ট ৮, এছাড়া ৯ ম্যাচে মাত্র একটা মাত্র ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে সিলেট সানরাইজার্স।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর