thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

বইমেলার সময় বাড়ানো হতে পারে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

২০২২ ফেব্রুয়ারি ১১ ১৮:২৯:৩৬
বইমেলার সময় বাড়ানো হতে পারে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: ১৫ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা। এবারের মেলা চলার কথা রয়েছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় বইমেলার সময় বাড়ানো হতে পারে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ আজ শুক্রবার (‌১১ ফেব্রুয়ারি) জানিয়েছেন এমন সম্ভাবনার কথা।

এবারের বইমেলা শুরু হবে প্রতিদিন বেলা ২টায় আর চলবে রাত ৯টা পর্যন্ত। যদিও রাত ৮টার পর আর কোনো দর্শনার্থীকে মেলায় প্রবেশ করতে দেয়া হবে না। আর সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে মেলা শুরু হবে দুপুর ১১টায়। তবে ২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় মেলা শুরু হবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী এর আগে বলেছেন, করোনার কারণে প্রকাশকরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সে জন্য বাংলা একাডেমি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া এবারের বইমেলায় সবাইকে করোনা টিকা সনদ সাথে নিয়ে যেতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

সাহিত্য এর সর্বশেষ খবর

সাহিত্য - এর সব খবর