thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আইপিএল : সাকিবকে কিনল না কোনো দল

২০২২ ফেব্রুয়ারি ১২ ১৬:২৭:১৮
আইপিএল : সাকিবকে কিনল না কোনো দল

দ্য রিপোর্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম শুরু হয়েছে। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে ভারতের বেঙ্গালুরুতে শুরু হওয়া এই নিলাম চলবে রবিবারও। শিখর ধাওয়ানকে দিয়ে শুরু হয় এবারের নিলাম। আট কোটি ২৫ লাখ রুপিতে ধাওয়ানকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস।

৫ কোটি রুপিতে রবিচন্দ্রন অশ্বিনকে কিনেছে রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদের সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ছয় কোটি ২৫ লাখ রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। এবারের নিলামে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামি ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। ১২ কোটি ২৫ লাখ রুপিতে তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। আইয়ার গত মৌসুমে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

বাংলাদেশের সাকিব আল হাসানকে কিনল না কোনো দলই। নিলামে তার নাম উঠার পর এই অলরান্ডারকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দলই। কলকাতা দলে ভিড়িয়েছে গত কয়েক মৌসুমে তাদের হয়ে খেলা প্যাট কামিন্সকে। অজি ক্রিকেটারের দাম উঠেছে সাত কোটি ২৫ লাখ রুপি।

সাকিব ছাড়াও এবারের নিলামে নাম রয়েছে আরো চার বাংলাদেশি ক্রিকেটারের। তারা হলেন মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর