thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বিদায়ী ইসি

২০২২ ফেব্রুয়ারি ১৩ ০৯:৫৮:৫৬
আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বিদায়ী ইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিদায়ী নির্বাচন কমিশন। বৈঠকে অংশ নিতে রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনার বঙ্গভবনে উপস্থিত থাকবেন।

গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার কবিতা খানম এ তথ্য জানান। তিনি বলেন, রবিবার আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ হবে। ১৪ ফেব্রুয়ারি আমাদের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। এজন্য এই সৌজন্য সাক্ষাৎ।

জানা যায়, ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সার্চ কমিটির সুপারিশ করা ১০ জনের মধ্যে কে এম নূরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেন। এরপর ওই বছরের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেন তারা। নিয়োগ পাওয়ার পর ২০ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সাক্ষাৎ করে বর্তমান নির্বাচন কমিশন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর