thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ইউপি নির্বাচনে গণতন্ত্রের লাশ পড়েছে : মাহবুব তালুকদার

২০২২ ফেব্রুয়ারি ১৪ ১৪:৩৭:৪৭
ইউপি নির্বাচনে গণতন্ত্রের লাশ পড়েছে : মাহবুব তালুকদার

দ্য রিপোর্ট প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণতন্ত্রের লাশ পড়েছে বলে মন্তব্য করেছেন বিদায়ী নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, বর্তমানে আইন প্রণেতারা আইন প্রণয়নের চেয়ে উন্নয়নেই বেশি আগ্রহী। কিন্তু উন্নয়ন কখনো গণতন্ত্রের বিকল্প ব্যবস্থা নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ওই নির্বাচনে গণতন্ত্র নেই, গণতন্ত্রের লাশ পড়ে আছে। এই লাশ সৎকারের দায়িত্ব কে নেবে? কথাটি রূপকার্থে বলা হলেও এটাই সত্য।

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে প্রণীত আইন সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য না হলে চলমান সংকটের সমাধান হবে না। আগামী নির্বাচনে বিরোধী দলগুলো অংশগ্রহণ করবে কি না তা এখনো স্পষ্ট নয়। এতে সংকট আরো ঘণভূত হবে। আশাবাদি মানুষ হিসেবে আমি সব সংকটের সমাধান চাই।

তিনি আরও বলেন, ইউনিয়ন থেকে শুরু করে সংসদ নির্বাচন পর্যন্ত সব জায়গায় জনমানুষের প্রতিফলন অনুপস্থিত। এখানে সবচেয়ে বেশি টাকার খেলা হয়। এতে রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে।

মাহবুব তালুকদার বলেন, অবাধ সুষ্ট নির্বাচনের জন্য বর্তমান নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন। তা না হলে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয়।

তিনি বলেন, নির্বাচন কমিশনের বড় দুর্বলতা নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের অনিয়ম, পক্ষপাতিত্ব, জালিয়াতি ইত্যাদি সম্পর্কে ভুক্তভোগীরা যেসব অভিযোগ করেন, সে বিষয়ে যথাযথ নিষ্পত্তি হয় না। অধিকাংশ অভিযোগই আমলে না নিয়ে নথিভুক্ত করা হয় বা অনেক ক্ষেত্রে নথিতেও তার ঠাঁই হয় না।

তিনি আরও যোগ করেন, নির্বাচন নিয়ে গত ৫ বছরে যা কিছু বলেছি, তাতে কোনো ফলোদয় হয়েছে বলে মনে হয় না। আগেও বলেছি, নির্বাচন কমিশন গঠন আইন বাধ্যতামূলক। তবে আইনটি সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য না হলে, সংকটের সমাধান হবে না।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর