thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

বাবার জন্য দোয়া চাইলেন তানজিন তিশা

২০২২ ফেব্রুয়ারি ১৪ ১৯:২৯:১২
বাবার জন্য দোয়া চাইলেন তানজিন তিশা

দ্য রিপোর্ট ডেস্ক: ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। পহেলা ফাল্গুন। বিশ্ব ভালোবাসা দিবসও আজ। ভালোবাসার মানুষকে ঘিরে নানান পরিকল্পনায় ব্যস্ত প্রেমিক-প্রেমিকারা। কিন্তু বিশেষ এই দিনটিতে মন ভালো নেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশার। দুদিন আগেই বাবা আবুল কাশেম মুন্সি মারা গেছেন। তাই বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নিজের ভেরিফাই ফেসবুক পেজে সোমবার (১৪ ফেব্রুয়ারি) পোস্ট করে তানজিন তিশা লেখেন, ‘আমার আব্বু জনাব আবুল কাশেম মুন্সি ১২ ফেব্রুয়ারি রোজ শনিবার ইন্তেকাল করেন। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা।’

তানজিন তিশার বাবা আবুল কাশেম মুন্সি শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

গত বছরের আগস্ট থেকেই তিশার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময় তার মাইনর স্ট্রোক হয়েছিল। তবে ৯ আগস্ট ফেসবুকে এক স্ট্যাটাসে এ অভিনেত্রী তার বাবার সুস্থতার খবর জানিয়েছিলেন। এবার আর ফিরতে পারলেন না তিনি। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর