thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

পতনে শেষ হয়েছে লেনদেন

২০২২ ফেব্রুয়ারি ১৪ ১৯:৩৭:৩১
পতনে শেষ হয়েছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগের কার্যদিবস উত্থান হলেও সোমবার (১৪ ফেব্রুয়ারি) পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে।

জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৭৮ পয়েন্ট বা ০.৪০ শতাংশ কমে সাত হাজার ৬০.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৩.১৩ পয়েন্ট বা ০.২০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭.৯১ পয়েন্ট বা ০.৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫১৯.৮৫ পয়েন্টে এবং দুই হাজার ৫৯৭.১৩ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ২৪১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৩ কোটি ৮৭ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২৭৫ কোটি ৬৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির বা ১৬.৮৪ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২৭২টির বা ৭১.৭২ শতাংশের এবং ৪৪টি বা ১১.৫৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর