thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিপিএলের ফাইনালে বরিশাল

২০২২ ফেব্রুয়ারি ১৫ ১১:০৬:৫২
বিপিএলের ফাইনালে বরিশাল

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সাকিব আল হাসানের বরিশাল।১৪৪ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন কুমিল্লার দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং লিটন দাস। বরিশালের মুজিব উর রহমান এবং সাকিব আল হাসান চেপে ধরার চেষ্টা করলেও সাবলীল ব্যাটিং করতে থাকেন কুমিল্লার দুই ওপেনার। ধীরগতির ব্যাটিংয়ে পাওয়ার প্লের ছয় ওভারে উইকেট না হারিয়ে ৩৮ রান তোলে কুমিল্লা। ৪২ বলে ৫০ রানের জুটি পূরণ করেন লিটন-জয়।

১০ ওভারে পেরিয়ে কুমিল্লার রান যখন ৬২ তখন বরিশালকে প্রথম উইকেট এনে দেন মেহেদি হাসান রানা। বাঁহাতি এই পেসারের গুড লেংথের স্লোয়ার বলে বোল্ড হয়েছেন ৩০ বলে ২০ রান করা জয়। চার মেরে শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি ইমরুল। ক্রিস গেইলের হাতে ক্যাচ দিয়ে বানিয়ে ৫ রান করা কুমিল্লার অধিনায়ককে সাজঘরে পাঠিয়েছেন শফিকুল ইসলাম।

একই ওভারে লিটনকে ফেরান বাঁহাতি এই পেসারের। শফিকুলের আউট সাইড অফের বল ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন ৩৫ বলে ৩৮ রান করা লিটন। এরপর অবশ্য জুটি গড়ে তোলেন মঈন আলী এবং ডু প্লেসি। তাদের দুজনের জুটি থেকে আসে ৩৬ রান। বরিশালের বোলারদের ওপর চড়াও হতে গিয়ে ডোয়াইন ব্রাভোর ফুল লেংথ বলে বোল্ড হয়েছেন তিন ছক্কায় ১৫ বলে ২২ রান করা মঈন।

শেষ দিকে ডু প্লেসির ১৫ বলে ২১ রান এবং সুনিল নারিনের ১৬ বলে ১৭ রান কেবলই হারের ব্যবধান কমিয়েছে। বরিশালের হয়ে ১৫ রানে ২ উইকেট শিকার করেছেন মেহেদি হাসান রানা।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান তোলে বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ওপেনার মুনিম শাহরিয়ার। এ ছাড়া গেইল ২২, জিয়াউর রহমান ১৭ এবং শেষ দিকে ব্রাভোর ব্যাট থেকে এসেছে ১৭ রান।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর