thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রুবেল-রোজিনার পদত্যাগের কারণ জানালেন জায়েদ খান

২০২২ ফেব্রুয়ারি ১৫ ১৮:৩৭:৩৩
রুবেল-রোজিনার পদত্যাগের কারণ জানালেন জায়েদ খান

দ্য রিপোর্ট প্রতিবেদক: এবারের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে ‘চরম নোংরামি হচ্ছে’ মন্তব্য করে সমিতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।

রুবেলের মতো শিল্পী সমিতির সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী রোজিনাও। তবে ক্ষোভ না ঝেড়ে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি। পদত্যাগপত্র জমাও দিয়েছেন এ বর্ষীয়ান অভিনেত্রী।

রুবেল ও রোজিনা দুজনেই মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। ২৮ তারিখের নির্বাচনে রুবেল সহসভাপতি ও রোজিনা কার্যকরী পরিষদ পদে জয়লাভ করেন। যদিও শপথগ্রহণ করেননি তারা।

নিজ প্যানেলের দুই সিনিয়র সদস্যের পদত্যাগের কারণ জানতে সোমবার প্রশ্ন করা হয় জায়েদ খানকে।

ভোট গণনায় সাধারণ সম্পাদক পদে জয়ী এ চিত্রতারকা গণমাধ্যমকে বলেন, ‘উনারা (রুবেল-রোজিনা) আসলে রাগে-অভিমানে এটি করছেন। সব কিছু এখন আদালতের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। এর পর আমরা ১১ জন মিলে সিদ্ধান্ত নেব, কী করব। বিক্ষিপ্তভাবে কিছু হবে না।’

সাধারণ সম্পাদক পদের বিষয়টি নিষ্পত্তির জন্য আদালত পর্যন্ত গড়ানো নিয়েও দুঃখজনক বলে মন্তব্য করেন এ চিত্রনায়ক।

ভালোবাসা দিবসের দিনেও আদালতে ছোটাছুটি করার বিষয়টি কষ্টকর জানিয়ে গণমাধ্যমকে জায়েদ বলেন, ‘আমি নির্বাচনে জয়লাভ করেছি। এর পরও আমার এমন অবস্থা কেন হবে? আমি তো ভোটে জিতেছি। শিল্পীরা কেউ আমার জন্য রোজা রাখছে, কেউ নফল নামাজ পড়ছে, কেন আমার সঙ্গে এমন হচ্ছে?’

প্রসঙ্গত ঢাকাই ছবির চিত্রনায়ক জায়েদ খান ও নায়িকা নিপুণের মধ্যে দা-কুমড়া সম্পর্ক চলছে বর্তমানে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদকে ঘিরে এ দুই তারকার মধ্যে তুমুল দ্বন্দ্ব প্রকাশ্য, যার সুরাহা আদালতে হাতে।

সাধারণ সম্পাদক পদটির ওপর এখনও স্থিতাবস্থা বহাল রাখা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আদালত।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর