thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের জীবন বীমা দাবির চেক হস্তান্তর

২০২২ ফেব্রুয়ারি ১৫ ১৮:৪৮:৫৯
ইসলামী ব্যাংক কর্মকর্তাদের জীবন বীমা দাবির চেক হস্তান্তর

দ্য রিপোর্ট প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে ২০২১ সালে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ৯ জন কর্মকর্তা-কর্মচারীর জীবন বীমা দাবির চেক ইসলামী ব্যাংক টাওয়ারে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এ চেক হস্তান্তর করা হয়েছে।

পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের গ্রুপ বীমার আওতায় কর্মচারীদের পরিবারকে মোট ৪৬ লাখ টাকা দেওয়া হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান দেওয়ান নূরুল ইসলাম, এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ক্লেইম কমিটির চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার, এফসিএ।

আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোরশেদ আলম সিদ্দিকী, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মো. ওমর ফারুক খান, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম.হাবিবুল্লাহ, এফসিএস ও মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর