thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সেরা অভিনেতা সিয়াম, অভিনেত্রী দীপান্বিতা

২০২২ ফেব্রুয়ারি ১৬ ০৭:২২:২০
সেরা অভিনেতা সিয়াম, অভিনেত্রী দীপান্বিতা

দ্য রিপোর্ট প্রতিবেদক: চলচ্চিত্রের শিল্পের গৌরবোজ্জ্বল ঐতিহ্য বিবেচনায় শিল্পী ও কলাকুশলীদের সৃজনশীলতা ও অভিনয় শৈলীর স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে সরকার। চলচ্চিত্রের নানা শাখায় অবদানের জন্য ২৯ জন পাচ্ছেন এ পুরস্কার। অভিনেত্রী আনোয়ারা বেগম ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদকে এ বছর দেওয়া হবে আজীবন সম্মাননা পুরস্কার।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।

২০২০ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’। ‘গোর’ চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন গাজী রাকায়েত হোসেন ও ফরিদুর রেজা সাগর। ‘বিশ্বসুন্দরী’ প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু।

‘গোর’ সিনেমার পরিচালক রাকায়েত পাচ্ছেন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার, একই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনিকার ও চিত্রনাট্যকার হিসেবেও পুরস্কার পাচ্ছেন। এই সিনেমার অভিনেত্রী দ্বীপান্বিতা মার্টিন পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার।

‘বিশ্বসুন্দরী’ সিনেমার অভিনেতা মো. সিয়াম আহমেদ পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। এ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে ফজলুর রহমান বাবু পাচ্ছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার। ‘গন্ডি’ সিনেমার অভিনেত্রী অপর্ণা ঘোষ পাচ্ছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার।

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে জান্নাতুল ফেরদৌসের ‘আড়ং’, এটিও সরকারি অনুদানে নির্মিত হয়েছে। শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে সৈয়দ আশিক রহমানের ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’।

এছাড়া খল চরিত্রে ‘বীর’ সিনেমার মিশা সওদাগর, শিশু শিল্পী চরিত্রে ‘গন্ডি’ সিনেমার অভিনেত্রী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি, শিশু শিল্পী শাখায় বিশেষ শাখায় শাহাদাৎ হোসেন বাধন পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

‘হৃদয় জুড়ে’ সিনেমার ‘বিশ্বাস যদি হায় রে’ গানটির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে বেলাল খান, ‘বিশ্বসুন্দরী’ সিনেমার ‘তুই কি আমার হবি রে’ গানের নৃত্য পরিচালনার জন্য প্রয়াত সহিদুর রহমান ও একই গানের জন্য মাহমুদুল হক ইমরান পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই গানের কথা লিখে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে পুরস্কার পাচ্ছেন কবির বকুল।

‘বিশ্বসুন্দরী’ সিনেমার ‘তুই কি আমার হবি রে’ গানের জন্য দিলশাদ নাহার কণা ও ‘বীর’ সিনেমার ‘ভালোবাসার মানুষ তুমি’ গানটির জন্য সোমনুর মনির কোনাল যৌথভাবে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন।

‘গন্ডি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার পাচ্ছেন ফখরুল আরেফীন খান। ‘গোর’ সিনেমার সম্পাদক শরিফুল ইসলাম, ‘গোর’ সিনেমার শিল্প নির্দেশক উত্তম গুহ, ‘গোর সিনেমার দুজন চিত্রগ্রাহক পংকজ পালিত ও মাহবুব উল্লাহ, একই সিনেমার শব্দগ্রাহক কাজী সেলিম আহম্মেদ, পোশাক-পরিচ্ছদে এনামতারা বেগম, মেকআপম্যান আলী বাবুল পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর