thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

স্টিল মিলে গলিত লোহা ছিটকে ৩ শ্রমিক দগ্ধ

২০২২ ফেব্রুয়ারি ১৬ ১১:২৮:৪৫
স্টিল মিলে গলিত লোহা ছিটকে ৩ শ্রমিক দগ্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় শাহরিয়ার স্টিল মিলে লোহা গলানোর সময় পাইপ বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

তারা হলেন মো. আক্তার হোসেন (৫০), মো. শাহিন (২৫) ও মো. মাঈনুদ্দিনে (২২)।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

তাদের সহকর্মী মো. শফিউল ইসলাম জানান, রাতে স্টিল মিলে লোহা গলানোর সময় বন্ধ হয়ে থাকা পুরনো একটি লোহার পাইপ বিস্ফোরিত হয়। এ সময় গলিত লোহা ছিটকে ওই তিনজনের শরীরে পড়লে তারা দগ্ধ হন। পরে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার একটি লোহার স্টিল মিলে গলিত লোহা ছিটকে পড়ে তিন শ্রমিক দগ্ধ হয়। তাদের মধ্যে মো. শাহিনের শরীরের ৯৫ শতাংশ, মাঈনুদ্দিনের শরীরে ৫৪ শতাংশ ও আক্তার হোসেনের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর