thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘ঘ’ ইউনিট নিয়ে ঢাবির নতুন সিদ্ধান্ত

২০২২ ফেব্রুয়ারি ১৬ ১৪:২২:০৪
‘ঘ’ ইউনিট নিয়ে ঢাবির নতুন সিদ্ধান্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটে আগের মতো এ বছরও ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় সর্বসম্মতিক্রমে ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ডিনস সাব কমিটিতে শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের সুবিধার্থে ‘ঘ’ ইউনিট রাখার পক্ষে মত দেওয়া হয়। আজ ডিনস কমিটির সভায় এ বছরের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের আলাদা কোনো রূপরেখা না থাকার কারণে ‘ঘ’ ইউনিট বহাল রাখার জন্য উপাচার্য মত দেন।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অধ্যাপক আবদুল বাছিরকে প্রধান করে একটি সাব-কমিটি সভা ডাকা হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ ইউনিট’ বাদ দিতে এবং ২০২১-২২ সেশন থেকে এটি বাতিলের জন্য নীতিমালা প্রণয়ন করতে বলা হয়।

ওইদিন উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাবিতে সাধারণত চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা হয়ে থাকে। ইউনিট গুলো হলো- বিজ্ঞানের বিষয়গুলোর জন্য ‘ক’ ইউনিট, কলার বিষয়গুলোর জন্য ‘খ’ ইউনিট, ব্যবসায় শিক্ষার বিষয়গুলোর জন্য ‘গ’ ইউনিট, চারুকলার বিষয়গুলোর জন্য ‘চ’ ইউনিট এবং সামাজিক বিজ্ঞানের বিষয়গুলোর জন্য ‘ঘ’ ইউনিট। কিন্তু সে সময় বিভাগ পরিবর্তনের জন্য ‘খ’ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও আজ সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় ডিনস কমিটি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর