thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নারিন ঝড়ে উড়ে গেল চট্টগ্রাম, ফাইনালে কুমিল্লা

২০২২ ফেব্রুয়ারি ১৭ ০৭:৪৬:২৬
নারিন ঝড়ে উড়ে গেল চট্টগ্রাম, ফাইনালে কুমিল্লা

দ্য রিপোর্ট প্রতিবেদক: কুমিল্লার ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন ঝড়ে রেকর্ড গড়া ম্যাচে মাত্র ১২.৫ ওভারেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে কুমিল্লা। শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে ইমরুল কায়েসের দল।

লক্ষ্য ১৪৯ রানের, যা তাড়া করতে নেমে ৬ ওভারেই দলের সংগ্রহ ৮৪ রান। পাওয়ার প্লে’তে প্রায় ৬০ শতাংশ রান করার পর জয় পাওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিতে পার্থক্য গড়ে দিয়েছেন মূলত কুমিল্লার ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন।

যা তুলে নিতে একদমই কালক্ষেপণ করেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারুণ্যনির্ভর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে রীতিমতো উড়িয়ে ফাইনালে উঠে গেছে দুইবারের চ্যাম্পিয়নরা।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর