thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

২০২২ ফেব্রুয়ারি ১৭ ১১:২০:২১
বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিমানবন্দর-উত্তরামুখী ফুটওভার ব্রিজ থেকে কিছুটা সামনে সড়কের মাঝে বুধবার রাত সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

ওই দুজন হলেন মো. রফিকুল ইসলাম (৪০) ও কাজল আক্তার (৩৫)। তাদের মধ্যে রফিকুলের বাসা দক্ষিণখান এলাকায়। আর কাজল খিলগাঁওয়ের বাসিন্দা।

দুজনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক জুয়েল মাহমুদ বলেন, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, সেটা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, তাদের মরদেহ রাস্তার মাঝে পড়ে আছে, তবে তাদের অবস্থা দেখে ধারণা করা যায়, কোনো গাড়ি তাদের চাপা দিয়েছে।

তিনি বলেন, রাতে রাস্তা ফাঁকা থাকায় কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর