thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

বাপ্পি লাহিড়ীর চিরবিদায়

২০২২ ফেব্রুয়ারি ১৭ ১৭:২৫:০৯
বাপ্পি লাহিড়ীর চিরবিদায়

দ্য রিপোর্ট ডেস্ক: সম্পন্ন হলো প্রয়াত সংগতশিল্পী-সুরকার বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য। বৃহস্পতিবার মুম্বাইয়ের পবন হংস শ্মশানে ৬৯ বছর বয়সী এই তারকার শেষকৃত্য সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে লস অ্যাঞ্জেলস থেকে মুম্বাই এসে পৌঁছান বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী। এরপর প্রয়াত এই তারকার শেষকৃত্য সম্পন্ন হয়। বাবার চিতায় আগুন দিয়েছেন বাপ্পা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

বাপ্পি লাহিড়ীকে শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে উপস্থিত হয়েছিলেন বিদ্যা বালান, মিকা সিং, ইলা অরুন, আলকা ইয়াগনিকসহ অসংখ্য তারকা।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’-তে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত বছর এপ্রিল মাসে বাপ্পি লাহিড়ীর করোনা ধরা পড়ে। সেই সময় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি লাহিড়ী। কিছুটা সুস্থ হলে সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। কিন্তু মঙ্গলবারই ফের অসুস্থ হয়ে পড়েন। পরিবারিক চিকিৎসক তাকে আবার ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি হতে বলেন। মধ্যরাতেই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ারে (ওএসএ) তিনি পরলোকে পাড়ি জমান।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর