thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

হাসপাতালে ভর্তি ডলি জহুর

২০২২ ফেব্রুয়ারি ১৮ ১৪:৩৩:৩২
হাসপাতালে ভর্তি ডলি জহুর

দ্য রিপোর্ট ডেস্ক: শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে বরেণ্য অভিনয় শিল্পী ডলি জহুরকে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী ডলি জহুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অক্সিজেন সেচুরেশন ঠিক আছে। শুক্রবার পরীক্ষা-নিরীক্ষা করার পর সবকিছু বোঝা যাবে।

আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। হাসপাতালের বিছানায় ধারণ করা একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন রওনক হাসান।

ভিডিওতে ডলি জহুর বলেন, আমার তেমন কিছু হয়নি, অল্প ঠান্ডা লেগেছে। দ্রুত সুস্থ হয়ে উঠব।

উল্লেখ্য, তার একমাত্র ছেলে রিয়াসাত বসবাস করেন অস্ট্রেলিয়াতে। দীর্ঘ দুই বছর পর গত জানুয়ারি মাসে ঢাকায় ফেরেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। করোনা সংক্রমণ দেখা দেওয়ার আগেই তিনি অস্ট্রেলিয়া গিয়েছিলেন ছেলের কাছে। সেখানে পুত্র-পুত্রবধূ এবং নাতি-নাতনির সঙ্গে দারুণ সময় কাটান এই অভিনেত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া অবস্থায় ১৯৭৪-৭৫ সালের দিকে মঞ্চে অভিনয় শুরু করেন ডলি জহুর। পরে টেলিভিশন নাটকে এবং চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। ১৬০টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন গুণী এই অভিনেত্রী।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর