thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

রবির বিক্রয় প্রতিনিধি নিখোঁজ, আটক ৪

২০১৪ মার্চ ২৬ ১৭:২২:০১
রবির বিক্রয় প্রতিনিধি নিখোঁজ, আটক ৪

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের পটিয়ায় মোবাইল কোম্পানি ‘রবি’র বিক্রয় প্রতিনিধি সাইদুল আলম (২৫) তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত সোমবার দুপুর ১টায় অফিস থেকে বের হওয়ার পর তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

সাইদুলের মা শাহীন আকতারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পটিয়া থানা পুলিশ চারজনকে আটক করেছে। তারা হলেন- রবি সেবাকেন্দ্রের পটিয়ার এরিয়া ম্যানেজার শামীম আল মামুন, থানা ব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল, অফিস কর্মকর্তা ফজলুল হক ও পিয়ন দিদারুল আলম।

অভিযোগে বলা হয়, পটিয়ার শহীদ ছবুর রোডের আলম প্লাজায় রবি মোবাইল কোম্পানির সেবাকেন্দ্র থেকে বিক্রয় প্রতিনিধি সাইদুল আলম দুপুর ১টার সময় বের হন। ২টা পর্যন্ত অফিসে না ফেরায় নাছির নামের এক কর্মচারী সাইদের মাকে ফোন করে বিষয়টি জানান। তিনি বাড়ীতে না আসায় পরিবারের সন্দেহ হয়।

সাইদুলের মা বুধবার পটিয়া থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন জানান, সাইদুলের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে রহস্য উদঘাটন করা হবে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এমএআর/মার্চ ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর