thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

১ মার্চ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

২০২২ ফেব্রুয়ারি ২০ ১৬:০২:২৯
১ মার্চ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী ১ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ (রবিবার) মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, ২২ ফেব্রুয়ারির পর বিধিনিষেধ থাকছে না।

দেশে করোনা সংক্রমণের কারণে ২১ জানুয়ারি থেকে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। সম্প্রতি সংক্রমণ কিছুটা উন্নতি হয়েছে। এমন প্রেক্ষাপটে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে বলছে করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটি।

জাতীয় কমিটির পরামর্শ ছিল ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সুপারিশ করা হয়েছে। তবে শিশুদের নয়। ১২ বছর বা তার বেশি বয়সি শিশুরা যারা দুই ডোজ টিকা নিয়েছে, তাদের এখন স্কুলে যেতে কোনো বাধা নেই।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর