thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

এবার শপথ নিলেন ইমন

২০২২ ফেব্রুয়ারি ২১ ০৬:৫১:৩৭
এবার শপথ নিলেন ইমন

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে শপথ নিলেন চিত্রনায়ক মামনুন ইমন।

রোববার (২০ ফেব্রুয়ারি) শিল্পী সমিতির পাশে ২ নাম্বার ফ্লোরের সামনে ইমনকে শপথবাক্য পাঠ করান শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

পেশাগত ও পারিবারিক ব্যস্ততার কারণে বিলম্বে শপথ নিলেন ইমন। ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে ২০২২-২৪ মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি।

শপথ নেওয়ার পর ইমন বলেন, ‘নির্বাচনের জন্য অনেক কাজ বন্ধ রাখতে হয়েছিল। নির্বাচন শেষে সেই কাজগুলো করেছি। যার কারণে শপথ নিতে পারিনি। কাজগুলো শেষ করে শপথগ্রহণ করলাম। যারা এখনো শপথ নেননি তাদেরও অনুরোধ করব শপথ নেওয়ার জন্য।’

গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে একই পদে জয়ী ঘোষণা করে। তাই পদটি নিয়ে আদালতের দ্বারস্থ হন তারা। আগামী ২২ ফেব্রুয়ারি এর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর