thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকিট মিলবে ১৫০ টাকায়

২০২২ ফেব্রুয়ারি ২১ ০৭:০৮:০২
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকিট মিলবে ১৫০ টাকায়

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে দর্শকরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। ২৩ তারিখ থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের টিকিট ২২ তারিখ থেকে পাওয়া যাবে। টিকিটের সর্বনিম্ন মূল্য ১৫০ টাকা। সর্বোচ্চ ১০০০ টাকা।

রোববার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে চট্টগ্রামের সাগরিকার বিটাক মোড়ের বুথ থেকে টিকিট বিক্রি শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের রুফটপের টিকিটের দাম পড়বে ১০০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা। ৩০০ টাকায় পাওয়া যাবে ক্লাব হাউজের টিকিট। আর ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ১৫০ টাকায় কেনা যাবে।

ক্যাটাগরি মূল্য
রুফটপ ১০০০
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৫০০
ক্লাব হাউজ ৩০০
ইস্টার্ন স্ট্যান্ড ১৫০

আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে সিরিজের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতির পর ২৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ওয়ানডে। আর তৃতীয় ওয়ানডে হবে ২৮ ফেব্রুয়ারি। সবগুলো শুরু হবে বেলা ১১টায়।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর