thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

টি-টোয়েন্টি দলে ডাক পেলেন বিপিএল মাতানো মুনিম-ইয়াসির

২০২২ ফেব্রুয়ারি ২২ ১০:৩৫:৪২
টি-টোয়েন্টি দলে ডাক পেলেন বিপিএল মাতানো মুনিম-ইয়াসির

দ্য রিপোর্ট প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন বিপিএল মাতানো মুনিম ও ইয়াসির আলি রাব্বি।

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে আলো ছড়িয়েছিলেন মুনিম শাহরিয়ার ও ইয়াসির রাব্বি। ফরচুন বরিশালের হয়ে ৬ ম্যাচে ১৭৮ রান করেছেন মুনিম। তবে সেটি ১৫২ স্ট্রাইকরেটে। প্রায় প্রতি ম্যাচেই বরিশালকে উড়ন্ত সূচনা এনে দেওয়ার দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন মুনিম।

অন্যদিকে খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে দারুণ ফর্ম দেখিয়েছেন ইয়াসির। পুরো আসরে ১১ ম্যাচ খেলে প্রায় ১৪০ স্ট্রাইকরেটে ২১৯ রান করেছেন এ ডানহাতি মিডল অর্ডার ব্যাটার। যে কারণে তাকে দলে রেখে দিয়েছেন নির্বাচকরা।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মাহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহামদ নাঈম শেখ।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর