thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

করোনায় মৃতদের মধ্যে ৮৫ শতাংশই টিকা নেননি : স্বাস্থ্যমন্ত্রী

২০২২ ফেব্রুয়ারি ২২ ১৯:০১:৪৯
করোনায় মৃতদের মধ্যে ৮৫ শতাংশই টিকা নেননি : স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে যারা মারা গেছেন, তাদের ৮৫ শতাংশই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মহাখালীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী এক দিনে এক কোটি কভিড টিকাদান কার্যক্রম নিয়েছে সরকার। যারা করোনার টিকা এখনো নেননি তাদের টিকা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। গত কয়েক দিনে করোনায় শনাক্তের সংখ্যা কমেছে। গত মাসে শনাক্তের হার ৩৩ শতাংশ ছাড়িয়েছিল। বর্তমানে তা কমে ৭ শতাংশে এসেছে।

করোনা নিয়ন্ত্রণ ও নিজেদের সুস্থতার কথা মাথায় রেখে সবাইকে করোনা টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, আমরা বিশেষ এ টিকা কর্মসূচিতে এক কোটি ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছি। প্রয়োজনে দেড় কোটি ডোজ দেব। ১০ কোটি ডোজ টিকা আমাদের হাতে রয়েছে। আমরা এর আগেও এক দিনে ৮০ লাখের বেশি টিকা দিয়েছি। আমাদের সক্ষমতা রয়েছে। বিশেষ এ কর্মসূচির বিষয়ে অনেকের সঙ্গে আলোচনা করেছি। বাস, ট্রাক, দোকান মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই সফল হব।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর