thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

নতুন লুকে ঝড় তুললেন শাহরুখ খান

২০২২ ফেব্রুয়ারি ২৩ ২২:১৯:২২
নতুন লুকে ঝড় তুললেন শাহরুখ খান

দ্য রিপোর্ট ডেস্ক: ‘তুফান’ তুলে একেবারে অতিপরিচিত মেজাজে নতুন বিজ্ঞাপনে ফিরলেন শাহরুক খান। এই বিজ্ঞাপনের মাধ্যমে অনেকদিন পর পর্দায় ফিরেছেন বলিউড বাদশাহ।

মঙ্গলবারই জনপ্রিয় এক কোমল পানীয়র বিজ্ঞাপনে অ্যাকশন অবতারে হাজির হয়েছেন শাহরুখ। ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপনের ভিডিওটি পোস্ট করেছেন তিনি।

এর আগেও দুয়েকটি সংস্থার বিজ্ঞাপনের ভিডিওতে দেখা গিয়েছিল তাকে, তবে তা সবই ছিল অনেক আগে শ্যুট করা। এই বিজ্ঞাপনের ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, সম্প্রতি শ্যুট করা হয়েছে এটি। কাঁধ পর্যন্ত লম্বা চুল, চোখে স্থির দৃষ্টি, পরনে কালো পোশাক। অবশ্য এই লুক তার আসন্ন সিনেমা ‘পাঠান’-এর জন্য, এ কথা এতদিনে সবারই জানা।

বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যাচ্ছে, একটি চলন্ত ট্রেনের ছাদ থেকে কামরায় ওঁত পেতে থাকা গুণ্ডাবাহিনীকে একা হাতেই শায়েস্তা করছেন শাহরুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর